এখনও খোঁজ মেলেনি হিমেলের

প্রতীকী ছবি

এখনও খোঁজ মেলেনি হিমেলের

নিজস্ব প্রতিবেদক

প্রায় এক মাসেও উদ্ধার হননি অপহৃত হাসিবুর রহমান হিমেল। প্রতিদিন অপহরণকারীরা পরিবারের কাছে পাঠাচ্ছে নির্যাতনের ভিডিও। চায় ৩০ লাখ টাকা মুক্তিপণ। স্বজনদের দাবি, তাদের সন্তানকে অপহরণ করে নেয়া হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে।

অপহরণকারীদের পাঠানো ভিডিওতে দেখা যায়, গাছের সাথে ঝুলিয়ে পেটানো হচ্ছে হিমেলকে। কখনো উল্টো করে টাঙিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন। আর সেসব ভিডিওর মাধ্যমে চাওয়া হয় মুক্তিপণ।

সন্তানের ওপর চালানো এমন নির্যাতন দেখে শোকে পাগলপ্রায় মা তহুরা বিনতে হক।

বলেন, গত ২৬ ডিসেম্বর গাড়ি নিয়ে বাসা থেকে বের হন হিমেল। এরপর থেকে কোনো খোঁজ মেলেনি তার। কিছুদিন পর আসে তার এসব ভিডিও।

পুলিশ বলছে, এখন পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করলেও উদ্ধার করা যায়নি হিমেলকে।  

এ ঘটনায় মালেক, মানিক, মাসুদ, রাসেলসহ ১০ - ১২ জনকে আসামী করে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি।

news24bd.tv/ab