প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেক সভায় কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অর্থনীতিতে শক্তি বৃদ্ধি করার সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন প্রকল্প গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দূর করার ও নির্দেশ দেন তিনি। ২০২৬ সালে উন্নয়নশীল দেশের যে গ্রাজুয়েশন শুরু হবে তা বাস্তবায়ন নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠনের পর বুধবার (২৪ জানুয়ারি) সকালে প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেকের বৈঠক বসে আগারগাঁওয়ে।

উন্নয়নশীল দেশের সুযোগ-সুবিধাগুলোর মধ্যে যেটি বাংলাদেশের জন্য সবচেয়ে উপকারী হবে সেগুলো আগেভাগেই বাছাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। স্বল্পোন্নত দেশের অনেক সুবিধা উন্নয়নশীল দেশে থাকবে না তাই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক