সংসদের আগামী অধিবেশনে শ্রম আইনের সংশোধনী গৃহীত হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক।

সংসদের আগামী অধিবেশনে শ্রম আইনের সংশোধনী গৃহীত হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে শ্রম আইনের সংশোধনী গৃহীত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার(২৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গত ১১ বছরে বাংলাদেশে শ্রমিকদের কর্মপরিবেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। যেসব বিদেশিরা বাংলাদেশের শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে সমালোচনা করে তারা না বুঝে বলে।

এটি অগ্রহণযোগ্য।

ট্রেড ইউনিয়ন সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ১০ শতাংশ শ্রমিকের মতামত নেয়াটা আমাদের দেশের বাস্তবতায় সিদ্ধান্ত হবে। এখনই তা করা সম্ভব হচ্ছেনা। এ সিদ্ধান্ত নিবে মালিক এবং শ্রমিকরা।

আইনমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী শ্রম আইনে কি কি সংশোধনী আনা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানোর পর সাংবাদিকদের জানানো হবে।

news24bd.tv/ab