রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির দায় শুধু মস্কোর নয় : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের তিক্ততা বাড়ছে

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির দায় শুধু মস্কোর নয় : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের দ্বিপাক্ষিক এই সম্পর্কের অবনতির দায় শুধু মস্কো নেবে না।  

সিবিএস সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার (২২ জানুয়ারি) ল্যাভরভ জানান, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটন সবসময় রাশিয়ার বিরোধিতা করে এসেছে। রাশিয়া নয় বরং আমেরিকাই দুই দেশের সম্পর্ককে অবনতির দিকে ঠেলে দিয়েছে।

এসময় ল্যাভরভ আরও বলেন, 'আমরা ওয়াশিংটনের কাছে গিয়ে কখনোই বলব না যে আঙ্কেল স্যাম আমাদের ক্ষমা করে দিন, আমরা খারাপ এবং আমাদের কোনো অভিযোগ নেই। ' 

উল্লেখ্য, মস্কো থেকে আগেই বলা হয়েছিল আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করবে। রাশিয়া সীমান্ত পর্যন্ত নিজেদের আধিপত্য বাড়াতে ন্যাটোর দৃষ্টিভঙ্গির নিন্দা জানিয়ে আসছিল দেশটি।

মস্কো থেকে বলা হয়, আমেরিকা নিয়ন্ত্রিত দলে ইউক্রেনের ঘনিষ্ঠতাই চলমান সংকটের পেছনে দায়ী।

এ বিষয়ে অনেকবার ইউক্রেনকে সাবধান করা হলেও জেলেনস্কি সরকার বিষয়টিকে গুরুত্ব দেননি।  (সূত্র: আরটি)

news24bd.tv/SC