দুটি পাইপগানসহ তিন দস্যুকে আটক

প্রতীকী ছবি

দুটি পাইপগানসহ তিন দস্যুকে আটক

অনলাইন ডেস্ক

ভোলায় ডিবি পুলিশের অভিযানে দুটি পাইপগানসহ তিন দস্যুকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা মেঘনার দুর্ধর্ষ সদ্যু মিজার বাহিনীর সদস্য বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

আটকরা হলেন- ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের মোজ্জাম্মেল খালাসির ছেলে মো. মিরাজ খালাসী (৪০), ধনিয়া ইউনিয়নের গঙ্গাকৃর্ত্তি গ্রামের আবদুর রশিদের ছেলে মো. আব্বাস (২৮) ও একই এলাকার শফিক বেপারির ছেলে রুবেল (২৮)।

ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দকপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই এলাকার কোড়ালিয়া জামে মসজিদের পূর্ব পাশে মেঘনা নদীর পাড় থেকে দেশীয় তৈরি দুটি পাইপগান, ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজসহ তিনি দস্যুকে আটক করেছে ডিবি পুলিশ।  

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দস্যুতার কথা স্বীকার করেছে।

আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক