এক যুগ পর বিগ ব্যাশের শিরোপা জিতলো ব্রিসবেন

সংগৃহীত ছবি

এক যুগ পর বিগ ব্যাশের শিরোপা জিতলো ব্রিসবেন

অনলাইন ডেস্ক

জনপ্রিয় অস্ট্রেলিয়ান টি-টুয়েন্টি লীগ বিগ ব্যাশের (বিবিএল) ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্সকে হারিয়ে দীর্ঘ এক যুগ পর শিরোপা জিতল ব্রিসবেন হিট।

বুধবার (২৪ জানুয়ারি) সিডনির মাঠেই সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারায় ব্রিসবেন হিট। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ব্রিসবেন। জবাবে ১৭.৩ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায় সিডনি সিক্সার্সের ইনিংস।

ম্যাচটিতে ব্রিসবেনের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন জশ ব্রাউন। সিডনির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শন অ্যাবট। আর ১৬৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ২৫ রান করেন মোইসেস হেনরিকেস। ব্রিসবেনের হয়ে ৪টি উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন।

এর আগে ২০১৯-'২০ এবং ২০২০-'২১ মৌসুমে বিগ ব্যাশের শিরোপা জিতেছিল সিডনি সিক্সার্স। এদিকে ২০১২-'১৩ মৌসুমের পর আর শিরোপা ছুঁতে পারেনি ব্রিজবেন হিট। শিরোপা খরা কাটিয়ে অবশেষে জয়ের স্বাদ পেয়েছে ব্রিসবেন হিট।

news24bd.tv/SC