কম দামে মাংস বিক্রি, ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলার হুমকি

ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলার হুমকি

থানায় জিডি

কম দামে মাংস বিক্রি, ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলার হুমকি

অনলাইন ডেস্ক

ঢাকায় কম দামে গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করায় ব্যবসায়ী মো. খলিলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাকে কম দামে মাংস বিক্রি করতে নিষেধ করেছেন হুমকিওদাতারা। অন্যথায় তাকে ও ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মাংস ব্যবসায়ী খলিল পুলিশের দ্বারস্থ হয়েছেন।

তিনি শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, মাংস ব্যবসায়ী খলিলকে কে বা কারা প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।

পুলিশ তদন্ত-সাপেক্ষে ব্যবস্থা নেবে।

গরু মাংসের দাম যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি তখন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। গত দুই মাস ধরে তিনি বাজারের সবচেয়ে কম দামে মাংস বিক্রি করেন।

জানতে চাইলে মাংস বিক্রেতা খলিল বলেন, দুটি নম্বর থেকে আমার কাছে ফোন আসে। তারা বলছে, তোর ছেলের জন্য ছয় বুলেট, তোর জন্য ছয়টা রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলবো। ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি।

তিনি বলেন, কম দামে মাংস বিক্রি করে আমি কী অপরাধ করলাম? একা বের হতে পারছি না। পরিবারের সবাই ভয়ে আছে।

news24bd.tv/aa