জুলাইয়ে দেশের রাস্তায় দেখা যাবে ৩৫০সিসির রয়্যাল এনফিল্ড

জুলাই থেকে চারটি ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড মডেল বিক্রি শুরু করবে বলে জানিয়েছে ইফাদ মোটরস। ছবি: সংগৃহীত

জুলাইয়ে দেশের রাস্তায় দেখা যাবে ৩৫০সিসির রয়্যাল এনফিল্ড

অনলাইন ডেস্ক

অবশেষে বাংলাদেশের রাস্তায় নামতে চলেছে ৩৫০ সিসির ক্ষমতাসম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। চলতি বছরের মে মাসের মধ্যে স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের ব্র্যান্ডটি চালু করতে যাচ্ছে। আগামী জুলাই মাসে প্রতিষ্ঠানটি চারটি ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড মডেল বিক্রি শুরু করবে বলে জানিয়েছে।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর।

তিনি বলেন, "আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব"। তবে তিনি বিক্রি শুরু করার পূর্বে মোটরসাইকেলের মূল্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির ক্ষমতা রয়েছে। গত বছরের শেষের দিকে সড়কে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর সরকারি অনুমোদনের পর, বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০ সিসি মডেলের ‘পালসার এন-২৫০’ বাজারে ছেড়েছে।

কিন্তু উচ্চতর সিসির মোটরসাইকেলগুলো বাংলাদেশি রাস্তায় চালানোর জন্য অবশ্যই স্থানীয়ভাবে তৈরি করতে হবে।

news24bd.tv/DHL