স্বর্ণ মুকুটসহ লুট করা ৩২ সামগ্রী ঘানাকে ফেরত দিচ্ছে ব্রিটেন

ঘানার এক রাজদরবার থেকে ব্রিটেনের লুট করা স্বর্ণখচিত মুকুট

স্বর্ণ মুকুটসহ লুট করা ৩২ সামগ্রী ঘানাকে ফেরত দিচ্ছে ব্রিটেন

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ ঘানা থেকে লুট করা স্বর্ণখচিত মুকুটসহ ৩২টি মূল্যবান সামগ্রী দেশটিকে ফেরত দিছে ব্রিটেন।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, দীর্ঘ প্রায় ১৫০ বছর পর ঘানার আসান্তে রাজার দরবার থেকে লুট করা ৩২টি মূল্যবান স্বর্ণখচিত সামগ্রী ফেরত দিতে সম্মত হয়েছে ব্রিটেন। কিন্তু সেখানেও দীর্ঘমেয়াদি লোনের শর্ত জুড়ে দিয়েছে দেশটি।

জানা গেছে ব্রিটেনের অ্যালবার্ট জাদুঘর এবং ব্রিটিশ জাদুঘর থেকে যথাক্রমে ১৭টি ও ১৫টি সামগ্রী সংগ্রহ করা হয়েছে।

ঘানার এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটেনের এমন সিদ্ধান্তে দীর্ঘ সময়ের তিক্ততা দূর হবে এবং দুই দেশের মধ্যে নতুন এক সাংস্কৃতিক সহমর্মিতা তৈরি হবে।

উল্লেখ্য, পৃথিবীর যেসব দেশে ব্রিটিশরা রাজত্ব করেছে সেসব দেশগুলোর একটি দাবি থাকেই। আর সেটি হচ্ছে তাদের দেশ থেকে লুটতরাজ করা সম্পদ ফিরিয়ে দেয়ার। এর আগে বহুবার ভারতের পক্ষ থেকে ব্রিটেনের কাছে বহু মূল্যবান কোহিনুর হীরা ফেরত চাওয়া হয়।

news24bd.tv/SC