সপ্তাহ শেষে পুঁজিবাজারে মূল্য সূচকের পতন

সংগৃহীত ছবি

সপ্তাহ শেষে পুঁজিবাজারে মূল্য সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আড়াই শ’র বেশি কোম্পানির শেয়ারদর কমেছে।

বৃহস্পতিবার বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ৬৬ দশমিক ৩২ পয়েন্ট পয়েন্ট কমেছে। ‘ডিএস থার্টি’ ২৪ দশমিক ৮৫ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ১৯ দশমিক ১৬ পয়েন্ট হারিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে ৬৭৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর কমেছে ২৬৯টির, বেড়েছে ৮৬টির। বাকি ৩৩ কোম্পানির শেয়ারের দাম এখনো অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ লক্ষ্য করা গেছে।

এ খাতের ৮৯ শতাংশ কোম্পানির শেয়ারের দাম এদিন কমেছে।

এই রকম আরও টপিক