ইটভাটা চিহ্নিতে ‘এআই’ ব্যবহার করা হবে : পরিবেশ মন্ত্রী

ফাইল ছবি

ইটভাটা চিহ্নিতে ‘এআই’ ব্যবহার করা হবে : পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ঢাকার বায়ু দূষণ নিয়ে সরকার উদ্বিগ্ন। তাই বায়ু দূষণ নিয়ন্ত্রণ করাটাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ১০০ দিনের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। এসময় তিনি বলেন, বায়ু দূষণ সংক্রান্ত এয়ার কোয়ালিটি ইনডেক্স- একিউআই এর প্রতিবেদনে বাংলাদেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় প্রতিবার।

এটা খুবই দুঃখজনক। বায়ু দূষণ বন্ধে কাজ শুরু করেছে মন্ত্রণালয়।

পরিবেশ মন্ত্রী বলেন, সারাদেশের অবৈধ ইটভাটা চিহ্নিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করা হবে। পুরনো পদ্ধতির ইটভাটার কারণে ১৩ কোটি ম্যাট্রিক টন ফসলী জমি নষ্ট হয় জানিয়ে তিনি বলেন, আগামী ২০২৮ সালের মধ্যে শতভাগ  ব্লক ইটে চলে যাবে দেশ।

news24bd.tv/FA