মুক্তি পেল 'ফাইটার', এবার নিষিদ্ধ আরব আমিরাতেও        

মুক্তি পেল 'ফাইটার', এবার নিষিদ্ধ আরব আমিরাতেও        

অনলাইন ডেস্ক

বলিউড তারকা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'ফাইটার' সিনেমা মুক্তি পেয়েছে আজ ২৫ জানুয়ারি। মুক্তির আগে থেকেই ভারতে এই সিনেমা নিয়ে তুমুল উন্মাদনা। তবে এদিকে একের পর এক দেশে নিষিদ্ধ ঘোষণা হচ্ছে 'ফাইটার'।

দুদিন আগেই খবর এসেছিল পশ্চিম এশিয়ার দেশগুলিতে নিষিদ্ধ করা হয় সিনেমাটি।

একমাত্র সংযুক্ত আরব আমিরাতে দেখানো হবে দীপিকা-হৃতিকের এই সিনেমা। তবে এবার জানা গেছে, সেখানেও সিনেমার বুকিং বন্ধ রাখা হয়েছে। যদিও নিষেধাজ্ঞার কারণ এখনও অজানা।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 'চলচ্চিত্রে কিছু আপত্তিকর বিষয়বস্তু' সিদ্ধান্তটি প্ররোচিত করেছে।

নিষেধাজ্ঞার আগে, 'ফাইটার' পিজি ১৫ ক্যাটাগরির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে বলে জানা গিয়েছিল। পশ্চিম এশিয়ার দেশগুলিতে বলিউড সিনেমার খুব ভালো দর্শক আছে। শুধু তাই নয়, বক্স অফিসের প্রধান আয়ের বড় অংশ আসে এই দেশগুলি থেকেই। তবে চলচ্চিত্র বিশ্লেষকরা বিশ্বাস করছেন, ভারতের বাজারেও ফাটিয়ে ব্যবসা করবে এই সিনেমা। প্রথম দিনেই ২৫ কোটির কাছাকাছি আয় হতে পারে।

এর আগে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমানে সিনেমাটি মুক্তি নিয়ে নিষেধাজ্ঞা দেয়।

ফাইটার সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিক-দীপিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়।

news24bd.tv/TR