বিপিএল খেলতে সিলেট যাচ্ছেন সাকিব

ফাইল ছবি

বিপিএল খেলতে সিলেট যাচ্ছেন সাকিব

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরের র‌্যাফেলস আই সেন্টারে চোখের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন সাকিব। স্বস্তির খবর আপাতত অস্ত্রোপচার করানো লাগছে না সাকিবের। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, 'কনজারভেটিভ অ্যাপ্রোচ' বা রক্ষণশীল প্রক্রিয়ায় চিকিৎসা করবেন তারা।

চোখের বিশেষজ্ঞ দেখিয়ে বুধবার সিঙ্গাপুর থেকে ফেরেন সাকিব।

তবে আপাতত সেই শঙ্কা কেটে গেছে বলেই জানা গেছে।

রংপুর রাইডার্স দলে যোগ দিতে আজই সিলেট যাচ্ছেন সাকিব। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। সিলেট পর্বে মোট চার ম্যাচ খেলবে রংপুর।

বুধবার রাতে বিবৃতি দিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, 'দেশি ও বিদেশি চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং চোখের বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। '

রেটিনার এই ধরনের সমস্যায় সাধারণ দেখতে সমস্যা হয়। কোন পর্যায়ের সমস্যা হয় বিশদ ব্যাখ্যা না থাকলেও মেডিকেল বিভাগের এক সদস্য জানান, 'আপাতত খেলায় কোনো বাধা নেই। '

চোখ যেহেতু শরীরের স্পর্শকাতর অংশ, এই সমস্যা দূর করতে তাই আগ্রাসী কোনো চিকিৎসা পদ্ধতিতে যাওয়া হবে না। সময় নিয়ে রক্ষণশীল অ্যাপ্রোচে আগানো হবে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক