মার্কিন অভিনেতা গ্যারি গ্রাহাম মারা গেছেন

গ্যারি গ্রাহাম

মার্কিন অভিনেতা গ্যারি গ্রাহাম মারা গেছেন

অনলাইন ডেস্ক

হলিউডের জনপ্রিয় অভিনেতা গ্যারি গ্রাহাম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ২২ জানুয়ারি বাড়িতেই এ অভিনেতার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মার্কিন এই অভিনেতার মৃত্যুর বিষয়টি তার স্ত্রী বেকি গ্রাহাম নিশ্চিত করেছেন।

৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ার গ্যারি গ্রাহামের। ১৯৭৯ সালে ‘হার্ডকোর’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। ‘রোবট জোক্স’, ‘দ্য জ্যাকল’, ‘অল দ্য রাইট মুভস’- সহ অভিনয় করেছেন প্রায় ৩০টি ছবিতে। পাশাপাশি অভিনয় করেছেন একাধিক টিভি সিরিজেও।

তবে দর্শক গ্যারিকে মনে রেখেছেন ‘স্টার ট্রেক’ সিরিজের জন্য। ১৯৯৫ সালে টিভির জন্য তৈরি সিরিজ ‘স্টার ট্রেক : ভয়জার’-এ গ্যারি ওকাম্পান জাতির দলপতি টানিসের চরিত্রে অভিনয় করেন। ২০০১ থেকে পরবর্তী পাঁচ বছর ‘স্টার ট্রেক : এন্টারপ্রাইজ’ সিরিজে ভালকান অ্যাম্বাসেডর সোভালের চরিত্রে অভিনয় করেন।

এছাড়াও ভক্তদের তৈরি ‘স্টার ট্রেক’-এর একাধিক ছবি ও সিরিজে তিনি অভিনয় করেছিলেন। কল্পবিজ্ঞান সিরিজ ‘এলিয়েন নেশন’-এ গোয়েন্দা ম্যাথ্যু সাইকসের চরিত্রে তার অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

news24bd.tv/TR