জিম্বাবুয়ের দুই ক্রিকেটার নিষিদ্ধ

সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের দুই ক্রিকেটার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের জন্য দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় তাদের নিষিদ্ধ করা হয়।  

নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার হলেন- অলরাউন্ডার ওয়েসলি মাদিভারে ও ব্রান্ডন মাভুতা।  

নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হচ্ছে তাদের।

মাদিভারে ও মাভুতাকে তাদের গত তিন মাসের বেতনের ৫০ শতাংশ জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।  

এছাড়া আরেক ব্যাটার কেভিন কাসুজাকেও সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে তার শরীরে ডোপ ট্স্টে করলে মাদকের উপস্থিতি পাওয়া যায়।

গত ডিসেম্বরে মাদিভারে ও মাভুতার ডোপ টেস্ট করা হয়।

তখন এই দুই ক্রিকেটারের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাদের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়।  

এরপর তারা নিজের স্বপক্ষে আপিল করেন। অবশেষে বুধবার (২৪ জানুয়ারি) এই দুই ক্রিকেটারের আপিলের শুনানি হয়। সে শুনানিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির দেয়া হয়।

এই বিষয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই দুই ক্রিকেটার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এমন কাজের জন্য তারা অনুশোচনা করেছেন বিধায় তাদের শাস্তি কমিয়ে দেয়া হয়েছে। এমন অভ্যাস থেকে বের হয়ে আসার জন্য তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছেন।  

দুই ক্রিকেটারের পুনর্বাসন প্রক্রিয়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের মেডিকেল কর্মকর্তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে বোর্ড থেকে।

news24bd.tv/কেআই