এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আওয়ামী লীগ

প্রতীকী ছবি

এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছে দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির ওয়েব টিমের পক্ষ থেকে বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, দলের সঙ্গে সাধারণ মানুষের মধ্যকার যোগাযোগ আরও সহজ করতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে এই চ্যানেলটি চালু করা হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ এখন সহজেই এই চ্যানেল থেকে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় জানতে পারবে।

আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দল। এটি ২০০৯ সাল থেকে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে। হোয়াটসঅ্যাপ  চ্যানেল ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের ইউটিউব চ্যানেল, ভেরিফায়েড ফেসবুক পেজ, এক্স ও টেলিগ্রামে অ্যাকাউন্টও রয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক

এক্স অ্যাকাউন্ট 

ইউটিউব অ্যাকাউন্ট 

টেলিগ্রাম অ্যাকাউন্ট 

news24bd.tv/ab