আসছে ট্রাম্প টিভি

ট্রাম্প টিভি

আসছে ট্রাম্প টিভি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

নিজের ঢাক-ঢোল পেটাতে নিজেই একটি টিভি চ্যানেল চালুর কথা বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএনসহ শীর্ষস্থানীয় ও জনপ্রিয় প্রায় সকল গণমাধ্যমকেই ফেইক নিউজ’র অবলম্বন বলে গালি দিতে অভ্যস্ত প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে এখন আসল সত্যি প্রকাশিত হলো।

জানা গেছে, ট্রাম্পের অন্ধ সমর্থক হিসেবে পরিচিত ফক্স টিভি নিউজের নির্বাহী কর্মকর্তা বিল শাইন সম্প্রতি প্রেসিডেন্টের গণমাধ্যম বিষয়ক ডেপুটি চীফ হিসেবে দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প সরকারি তত্ত্বাবধানে টিভি চ্যানেল চালুর কথা বাজারে ছাড়লেন।

ট্রাম্প গত সপ্তাহে বলেছেন, ‘জনপ্রিয়তার ক্ষেত্রে সিএনএন তলানিতে।

বহির্বিশ্বেও সিএনএন’র তেমন গ্রহণযোগ্যতা নেই। বিশ্বে সিএনএন হচ্ছে যুক্তরাষ্ট্রের বিকৃত ইমেজ উপস্থাপনের অন্যতম অবলম্বন। এ অবস্থায় আমেরিকার সত্যিকারের রুপ দেশে ও বিদেশে যথাযথভাবে উপস্থাপনের জন্যেই নিজস্ব একটি নেটওয়ার্ক দরকার। আমেরিকা যে সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ তা প্রচারের কাজটি শীঘ্রই শুরু করা হবে নিজস্ব চ্যানেলে।

ট্রাম্পের এমন মনোভাবকে মার্কিন কংগ্রেস কীভাবে নেবে সেটি এখন দেখার বিষয়। কারণ, সরকারি অর্থে টিভি চ্যানেল চালু করতে কংগ্রেসের অনুমোদন লাগবে। আমেরিকার মিডিয়াগুলো যেভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রাধান্য দিচ্ছে, তেমনি সময়ে সরকারি টাকায় ট্রাম্পের প্রচারণায় নতুন টিভি চালুর প্রয়োজন কতটা-তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর