নারী থেকে পুরুষ হতে গিয়ে ঘটল বিপত্তি

নারী থেকে পুরুষ হতে গিয়ে ঘটল বিপত্তি

অনলাইন ডেস্ক

নারী থেকে পুরুষে রূপান্তরিত হতে চেয়েছিলেন এক ইতালিয়ান নাগরিক। কিন্তু অস্ত্রোপচারের সময় ঘটে বিপত্তি। জানতে পারলেন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ইতালির এ ঘটনাটি বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকার বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

এতে জাাননো হয়, ইতালির রাজধানী রোমে মার্কো নামের এক নারীর জরায়ুর অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা জানতে পারেন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। মার্কো ওই শিশুর জন্মদাত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বাবা হিসেবেও তার নাম থাকবে। ইতালিতে এ ধরনের ঘটনা এটিই প্রথম।

তবে ওই নারীর মধ্যে থাকা ভ্রূণ ঝুঁকিতে থাকতে পারে।

এজন্য তার হরমোন থেরাপি স্থগিত করা উচিত বলে এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসক জিউলিয়া সেনোফন্টে ওই নারীকে সতর্ক করেছেন।

চিকিৎসক জানান, হরমোন থেরাপি মাসিক চক্রকে বাধা দেয়, তবে এটি গর্ভ নিরোধক হিসেবে কাজ করে না। এর পরিণতি খারাপ হতে পারে।

কোনো নারী রপান্তরের মাধ্যমে পুরুষ হলে এবং তার সন্তান থাকলে তাকে ‘সিহর্স ড্যাড' বলা হয়। মূলত পুরুষ সিহর্সরাই বাচ্চার জন্ম দেয়। আর সেখান থেকেই সিহর্স ড্যাড নামের শব্দটির উৎপত্তি হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক