দিনাজপুরে ১৫ কেজি ওজনের মূর্তি উদ্ধার

সংগৃহীত ছবি

দিনাজপুরে ১৫ কেজি ওজনের মূর্তি উদ্ধার

অনলাইন ডেস্ক

দিনাজপুরে একটি পুকুরে মাটি ভরাটের সময় ১৫ কেজি ওজনের একটি পুরাতন মূর্তি উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এটি কষ্টি পাথরের মূর্তি। বিষয়টি ছড়িয়ে পড়লে পাথরটি দেখতে অনেকেই ভিড় করেন।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউপির সাহেবগঞ্জ গ্রামের কাওগাঁ রেলগেট এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয়রা ও পুলিশ জানায়, সাহেবগঞ্জ গ্রামের কাওগাঁ রেলগেট এলাকার পাশে বৃহস্পতিবার শ্রমিকরা একটি পুকুর ভরাট করতে ট্রাক্টরের মাধ্যমে মাটি ফেলার সময় মাটির ভেতর থেকে একটি কালো পাথরের মূর্তি দেখেন। পরে তারা সেটিকে পরিষ্কার করে ফার্মের মালিককে জানায় এবং ফার্মের মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে সংবাদ দেয়। পাথরটি উদ্ধারের সময় স্থানীয় চেয়ারম্যান মোকছেদ রানা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রহমান।

তিনি জানান, কী ধরনের মূর্তি এবং কত বছরের পুরাতন, সেটা বিশেষজ্ঞরা নিরূপণ করতে পারবেন। এটির আনুমানিক ওজন ১৫ কেজি। এখন এটি পুলিশের মাধ্যমে জব্দ তালিকা করবেন এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক