ইতালির পাসপোর্টধারীদের জন্য সুখবর

প্রতীকী ছবি

ইতালির পাসপোর্টধারীদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষস্থানে উঠে এসেছে ইতালি। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। গেল বছর এই সংখ্যা ছিল ১৯০টি। এদিকে, এমন খবরে খুশি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরাও।

বৈধ, অবৈধ নানা পথে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমান অভিবাসন প্রত্যাশীরা। জীবন জীবিকার সন্ধানে এসে প্রথমেই বৈধ হতে চান তারা। স্বপ্ন দেখেন নাগরিকত্বের। এবার সেই স্বপ্নবাজদের জন্য আছে সুখবর।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে ইতালি।  

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক নিয়ে কাজ করছে লন্ডন ভিত্তিক সংস্থা ‘হেনলি এ্যান্ড পার্টনার্স’। প্রতি বছরের মতো সম্প্রতি ২০২৪ সালের শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশ করে সংস্থাটি। এতে শীর্ষস্থানে আছে ইতালিসহ আরও পাঁচ দেশ।  

এমন খবরে দারুণ খুশি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা। এটিকে সম্মনজনক বলছেন তারা।  

শীর্ষস্থানে থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, স্পেন ও সিঙ্গাপুর। ২০২৩ সালে সিঙ্গাপুর ছিল এককভাবে শীর্ষস্থানে। অন্যদিকে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকের তলানিতে রয়েছে আফগানিস্তান।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক