দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

দেশি-বিদেশি রানারদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত 

মুরসালিন হক জুনায়েদ

উৎসবমুখর পরিবেশে চতুর্থবারের মতো আয়োজিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪। ৫৪ জন বিদেশিসহ মোট ৫ হাজার ৯৭০ জন রানারের প্রত্যেকেই আয়োজন নিয়ে ছিলেন উচ্ছ্বসিত।  

রাতের আধার কাটেনি, দূর হয়নি কনকনে শীতের আবহায়াও। সূর্য উঠতেও দেরি কমপক্ষে দুই ঘণ্টা।

এসব কিছুই থামাতে পারেনি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪-এ অংশ নেওয়া রানারদের।

রাজধানীর কুড়িল সংলগ্ন তিনশ ফিট সড়কের বঙ্গবন্ধু নৌ ঘাঁটির সামনে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ম্যারাথনারদের ভিড় বাড়তে থাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে।

নির্ধারিত সময়ে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান আসেন ম্যারাথন উদ্বোধনে। ভোর সোয়া ৫টায় পতাকা সংকেতের সাথে সাথে শুরু হয় বিশ্বব্যাপী সমাদৃত অন্যতম এই ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন।

মিড পিটিসি (শেখ হাসিনা সরণি বা ৩০০ ফিট সড়কে অবস্থিত বা নৌ জা শেখ মুজিব ঘাটি থেকে কাঞ্চন ব্রিজ। এই পথ টুকু দুইবার ঘুরে আসলে হাফ ম্যারাথন আর চারবার ঘুরলেই হবে ফুল ম্যারাথন। ) প্রায় ২২ কিলোমিটার দৌড়ে হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে সেরা তিন জনই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

আর প্রায় ৪৩ কিলোমিটারের ফুল ম্যারাথনে নারী পুরুষ উভয় বিভাগেই আফ্রিকার দেশ কেনিয়ার জয় জয়কার।

বঙ্গবন্ধু নৌ বাহিনী ঘাটিতে সমাপনী অনুষ্ঠানে আসেন সেনাপ্রধান এস.এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে ম্যারাথন।

পরে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল এস. এম. শফিউদ্দিন আহমেদ।

news24bd.tv/আইএএম