শোকে শোকে পাথর হয়ে বিএনপি এখন ডামি দল: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

শোকে শোকে পাথর হয়ে বিএনপি এখন ডামি দল: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি শোকে শোকে পাথর হয়ে এখন বাংলাদেশে ডামি দলে পরিণত হয়েছে। তিনি বলেন, ভিসানীতি ও নিষেধাজ্ঞা না থাকায় বিএনপির আর কোনো আশা নেই।  

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাকে তাদের নেতাকর্মীরাই আসবে না।

তারা সব হারিয়ে হতাশ। আন্দোলনে যেখানে তাদের নেতাকর্মীরা নেই সেখানে জনগণ আসার প্রশ্নই আসে না। তাদের আন্দোলন আর মানুষের কাছে পৌঁছাবে না। জনগণ যে আন্দোলনে সাড়া না দেয়, সেটা কিসের আন্দোলন।
 

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে না গিয়ে বিএনপি যে ভুল করেছে তা তারা কালো পতাকায় শোক প্রকাশ করে জানান দিচ্ছে।  

বিএনপি নেতাকর্মীদের মামাল ও শাস্তির বিষয়ে তিনি বলেন, ২৫ হাজার নয়, ১১-১২ হাজার বিএনপি নেতাকর্মী বিভিন্ন অপরাধে জেলে আছে। তাদের আইনি প্রক্রিয়ায় লোড়তে হবে। কারও কথায় ছেড়ে দেওয়া হবে না। আন্দোলনের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ট্রাম্প আজও বলছে তার দল ফলাফল মেনে নেয়নি।  
news24bd.tv/আইএএম