৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাবি অ্যালামনাইয়ের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা 

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাবি অ্যালামনাইয়ের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা 

৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে ৭৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা ও প্রকাশ করবে সংগঠনটি।  

শুক্রবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী এ তথ্য জানান।  

আনোয়ার চৌধুরী বলেন, ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি ও নিবর্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা জানানো হবে।  

আর চলতি বছরের ডিসেম্বরে প্লাটিনাম জুবলি মিলন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি।

news24bd.tv/আইএএম