আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর 

আবুল হাসান মাহমুদ আলী

আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর 

অনলাইন ডেস্ক

আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার কথাও বলেছেন তিনি।

শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

এ সময় মন্ত্রী বলেন, বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধ করাই কাস্টমসের অন্যতম দায়িত্ব।

এ জন্য কাস্টমসের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।  

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম বলেন, উৎপাদনের সঙ্গে যেসব ব্যবসায়ীরা জড়িত তাদের সক্ষমতার জায়গা বাড়াতে হবে। তিনি বলেন, আমাদের আমদানি বাড়লেও রাজস্ব আদায় কিন্তু বাড়েনি।
news24bd.tv/আইএএম