দণ্ড স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

প্রতীকী ছবি

দণ্ড স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার দণ্ড স্থগিতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। শুক্রবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান।  

তিনি বলেন, আগামীকাল শনিবার হাইকোর্টের দেয়া দণ্ড স্থগিতের আদেশের বিরুদ্ধে  আপিল করবে দুদক ও রাষ্ট্রপক্ষ।  

গতকাল বৃহস্পতিবার দণ্ড ও সাজা স্থগিত চেয়ে সাবিরা সুলতানার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন।

ওইদিন আদালতে সাবিরা সুলতানার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম ও এস কে গোলাম রসুল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম বায়েজিদ।

 আদেশের পর বৃহস্পতিবার আইনজীবী আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সাবিরা সুলতানার দণ্ড ও সাজা স্থগিত করেছেন হাইকোর্ট।

এই আদেশের ফলে সাবিরা সুলতানা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন।  

তিনি বলেন, আজকের এই আদেশের মধ্য দিয়ে যারা দু’বছর পর্যন্ত দণ্ডপ্রাপ্ত ও হাইকোর্টে যাদের আপিল বিচারাধীন, তারা যদি দণ্ড এবং সাজা স্থগিতের আবেদন করেন, যদি হাইকোর্ট দণ্ড ও সাজা স্থগিত করেন, তাহলে সাবিরা সুলতানার মতোই তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন।  


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর