কারাদণ্ড ও জরিমানার মুখে ট্রাম্পের সাবেক উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো

কারাদণ্ড ও জরিমানার মুখে ট্রাম্পের সাবেক উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বহুল আলোচিত-সমালোচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে কংগ্রেস অবমাননার দায়ে চার মাসের কারাদণ্ড ও ৯ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে।

মূলত ২০২১ সালের ৬ জানুয়ারি দেশটির ক্যাপিটল হিলে হামলার তদন্তে কংগ্রেসকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন নাভারো।

ফেডারেল প্রসিকিউটাররা জানান, নাভারো আইনের শাসনের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

এর আগে প্রসিকিউটররা ৭৪ বছর বয়সী নাভারোকে ছয় মাসের কারাদণ্ড দেয়ার দাবি জানিয়েছিল। যদিও নাভারোর আইনজীবীরা দাবি করেন তিনি বিদ্রোহবাদী নন। তাই তাকে সাজা দেয়ার ব্যাপারটি যেন পুনর্বিবেচনায় আনা হয়।

উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ষড়যন্ত্র করার অভিযোগে আগামী মার্চে ট্রাম্পকে বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এরই মধ্যে ১২০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।  (সূত্র:বিবিসি)

news24bd.tv/SC