শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ ২ যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ ২ যাত্রীকে আটক করেছে কাস্টমস।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ ২ যাত্রী আটক

অনলাইন ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা সমমানের মার্কিন ডলারসহ দুইজনকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। আটক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯) বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই মার্কিন নাগরিক।  

বিমানবন্দরের ৫ নং আইএনএস গেটের স্ক্যানিং থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে তাঁদের আটক করা হয়।  

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

তাঁরা এসব ডলার বহনের কোনো অনুমতি দেখাতে পারেনি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ’ 

বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আটককৃতরা কাতার এয়ারওয়েজের কিউআর–৬৪১ ফ্লাইটে দোহা যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। ’ 

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বহির্গামী ওই দুই যাত্রীকে দুপুরে আটক করা হয়েছে।

তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ’ 

তিনি বলেন, ‘মানিলন্ডারিংয়ের অভিযোগে তাঁদের স্ক্যানিংয়ের সময় ধরা হয়। পরে কাস্টমসের অ্যান্টি মানিলন্ডারিং টিম গিয়ে উদ্ধার করে। তাঁদের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকা। ’ 

কাস্টমস কর্মকর্তা মামুন আরও বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ’

 

news24bd.tv/DHL