নওগাঁয় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

সংগৃহীত ছবি

নওগাঁয় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক

নওগাঁর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তর থেকে আসা হিমশীতল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের জনজীবন। কয়েক সপ্তাহ থেকে হাড়কাঁপানো শীতে জবুথবু এ অঞ্চলের জনজীবন।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেন।

এদিকে ভোর থেকেই কুয়াশায় পথঘাট ঢাকা ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরতে শুরু করছে জনজীবনে। সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহগুলো চলাচল করতে দেখা যায়। এদিকে প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন শ্রমজীবী ও খেটেখাওয়া মানুষরা।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক হামিদুল হক জানান, গত কয়েক দিন থেকে জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে। জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইয়ে যাওয়ায় জেকে বসেছে শীত। এ ছাড়া জেলায় তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রকম তাপমাত্রা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক