গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্প, কেপে উঠল এল সালভাদোরেও

গুয়েতেমালার দক্ষিণাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্প, কেপে উঠল এল সালভাদোরেও

অনলাইন ডেস্ক

শুক্রবার(২৬ জানুয়ারি) রাতে গুয়েতেমালার দক্ষিণাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। ভূমিকম্পের ঘটনায় কেউ হতাহত না হলেও অনেকে তাদের বাড়ি ছেড়ে ভয়ে বের হয়ে আসেন। পার্শ্ববর্তী দেশ এল সালভাদোরেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। খবর রয়টার্সের।

এল সালভাদোর সরকার ভূমিকম্পটিকে ‘শক্তিশালী’ বলে উল্লেখ করেছে এবং এর প্রভাব পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৬০ কিলোমিটার দক্ষিণের টাসিসকো শহর। ভূমিকম্পের সময় শহরটিতে এলার্ম বাজতে শুরু করে এবং অনেকেই ভয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্যমতে ভূপৃষ্ঠ থেকে ১০৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সৃষ্টি হয়।

 

গুয়েতেমালার জরুরি সেবা ভূমিকম্পের ফলে সান পাবলো জকোপিলাস শহরে একটি গীর্জার তোড়ন ভেঙ্গে পড়ে বলে জানিয়েছে।

news24bd.tv/ab