বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা ঢুকতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা ঢুকতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার(২৭ জানুয়ারি) ব্রিটিশ পার্লামেন্টের চারজন এমপির সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ সবসময় সহযোগিতা চায়। আমাদের সীমান্তরক্ষীরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা আমাদের দেশে ঢুকতে না পারে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে কথা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সমস্যাটির একমাত্র সমাধান বলে তাদের জানিয়েছি।

এ সময় ব্রিটিশ এমপিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন বলে জানান হাছান। এছাড়াও, যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে তা নিয়েও ব্রিটিশ এমপিদের সাথে কথা হয়েছে বলে জানান তিনি।

news24bd.tv/ab