হাসপাতালের সামনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

খান ইউনিসের আল আমাল হাসপাতাল, ছবি সংগৃহীত।

হাসপাতালের সামনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের একটি হাসপাতালের সামনে বাস্তচ্যুত এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (২৭ জানুয়ারি) খান ইউনিসের আল-আমাল হাসপাতালের কম্পাউন্ডের সামনে এ হত্যাকাণ্ড ঘটায় তারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর।

এক এক্স পোস্টে পিআরসিএস জানায়, ফিলিস্তিনি ওই ব্যক্তি খান ইউনিসের আল-আমাল হাসপাতালের কম্পাউন্ডে আশ্রয় নিয়েছিলেন।

ইসরায়েলি বাহিনী গুলি চালিয়ে তাকে হত্যা করে।

নাসের হাসপাতাল সহ আল-আমাল হাসপাতাল প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাবাহিনীর অবরোধে রয়েছে। সেখানে ক্রমাগত কামানের গোলাগুলির শিকার হচ্ছে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা।

খান ইউনিসের নাসের হাসপাতাল এরই মধ্যে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এতে চরম বিপাকে পড়েছে রোগীরা। কয়েক দিন ধরেই খান ইউনিসে অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। তাছাড়া আল-দাহারা এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

news24bd.tv/FA