মেদ কমাতে অস্ত্রোপচার: পপ গায়িকার মৃত্যু

পপ গায়িকা ডানি লির

মেদ কমাতে অস্ত্রোপচার: পপ গায়িকার মৃত্যু

অনলাইন ডেস্ক

রোগা হওয়ার সহজ উপায় খুঁজতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় ব্রাজিলিয়ান পপ গায়িকা ডানি লির। মেদ কমাতে অস্ত্রোপচার করার পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন এই গায়িকা। এমন খবর জানিয়েছে ডেইলি মেইল ইউকে।  

গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার লাইপোসাকশন হয় গায়িকার।

তার পর থেকেই নানা রকম সমস্যা দেখা দিতে থাকে তার শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গায়িকাকে। শেষমেশ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, পেট এবং স্তনের মেদ কমাতে লাইপোসাকশন করান তিনি।

কিন্তু তার পর থেকেই নানা রকম অস্বস্তিবোধ করতে থাকেন। তাই দ্রুত ডানিকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়। কিন্তু হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডানির স্বামী মার্সেলো মিরা বলেন, ‘আমরা গোটা পরিবার এই মর্মান্তিক ঘটনায় শোকে ভেঙে পড়েছি। শনিবার ডানিকে সমাধিস্থ করা হবে।

তাদের সাত বছরের এক কন্যাসন্তানও রয়েছে। তবে লাইপোসাকশনই মৃত্যুর কারণ কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

ব্রাজিলের অনেক জনপ্রিয় পপতারকা ডান লি। অ্যামাজনের দ্বীপ আফুয়ার বাসিন্দা তিনি।  ‘ইউ সু দা আমাজোনিয়া’ গানটির  জন্য সর্বাধিক পরিচিত তিনি, যা ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল। তার শেষ গান ‘গুয়েরা দে আমর’ এ বছর ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

news24bd.tv/কেআই