ভারতের বিরুদ্ধে পাকিস্তানে দুই নাগরিককে হত্যার অভিযোগ 

ভারত ও পাকিস্তানের পতাকা--ফাইল ছবি।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানে দুই নাগরিককে হত্যার অভিযোগ 

অনলাইন ডেস্ক

গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পাকিস্তানের দুটি শহরে গতবছর  দুই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল। পাকিস্তানের পররাষ্ট্রসচিব মোহাম্মদ সাজ্জাদ কাজি  বলেন, ‘দুজন ভারতীয় এজেন্ট দুটি হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে যে জড়িত  এর  আর্থিক লেনদেনের তথ্য ও ফরেনসিক প্রমাণ আমাদের কাছে আছে। ’ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হত্যার শিকার হওয়া দুই ব্যক্তির বিস্তারিত পরিচয় জানায়নি।  সূত্র, বিবিসি।

 
তবে নয়াদিল্লী এ অভিযোগ অস্বীকার করে বলেছে ‘এগুলো ভারত বিরোধী প্রচারণা। সত্য নয়। ’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন বলা হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়,  ভারতসহ অনেক দেশই পাকিস্তানকে সতর্ক করেছে যে নিজস্ব সন্ত্রাস দেশটিকে ধ্বংস করবে।
 
জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের রাওয়ালাকোট শহরে মোহাম্মদ রিয়াজ ও অক্টোবর মাসে শিয়ালকোট শহরে হত্যা করা হয় শহীদ লতিফ নামের দুই ব্যক্তিকে। এর মধ্যে একজনকে মসজিদের ভেতরে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় ভারতের এজেন্টরা কী কারণে দুজনকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানায়নি।  

news24bd.tv/ডিডি