গাজায় সাহায্য দেয়ায় জাতিসংঘে অর্থায়ন বন্ধ করলো তিন দেশ

সংগৃহীত ছবি

গাজায় সাহায্য দেয়ায় জাতিসংঘে অর্থায়ন বন্ধ করলো তিন দেশ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনআরডাব্লিউএ) জন্য তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে ব্রিটেন, ইতালি ও ফিনল্যান্ড।

শনিবার এই তিন দেশের সহায়তা বন্ধের খবর জানিয়েছে সিএনএন। অবশ্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডা আগেই তহবিল স্থগিত করেছে।

ইসরায়েল বলেছে, ইউএনআরডাব্লিউএর ১২ জন কর্মী হামাসের হামলায় জড়িত ছিলেন।

ইসরায়েলের এমন অভিযোগ করার পর দেশগুলো এ পদক্ষেপ নিয়েছে।

১৯৪৮ সালের যুদ্ধে শরণার্থীদের সাহায্য করার জন্য ইসরায়েল প্রতিষ্ঠার সময় থেকে ইউএনআরডাব্লিউএ গাজা, পশ্চিম তীর, জর্দান, সিরিয়া ও লেবাননে ফিলিস্তিনিদের শিক্ষা, স্বাস্থ্য ও সাহায্য পরিষেবা প্রদান করে আসছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক