দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ; মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ

দিনাজপুরে দেখা নেই সূর্যের, যে কারণে জনজীবনে ভোগান্তির মাত্রা এখন চরমে - নিউজ টোয়েন্টিফোর

দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ; মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ

অনলাইন ডেস্ক

তীব্র শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা দিনাজপুর। তাপমাত্রার পারদ নেমেছে পাঁচের ঘরে। সেইসঙ্গে চলছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। পাশাপাশি দেখা নেই সূর্যের, যে কারণে জনজীবনে ভোগান্তির মাত্রা এখন চরমে।

হিমেল বাতাসের কারণে প্রয়োজনের চেয়ে বেশি উপলব্ধি হচ্ছে শীতের তীব্রতা। অনেক বেলা পর্যন্ত ঘনকুয়াশা লক্ষ্য করা গেছে। কুয়াশা ঝড়ছে বৃষ্টির মত। মহাসড়কে দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।

এই ঠাণ্ডায় সবচেয়ে বিপাকে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে শীত উপেক্ষা করেই চলছেন কাজের সন্ধানে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ।

দিনাজপুরে আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে, রোববার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

news24bd.tv/SHS