চট্টগ্রামে চাঁদাবাজির জেরে বেলাল হত্যা ঘটনায় ৫ জন আটক

চাঁদাবাজির জেরে নিহত বেলাল হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামে চাঁদাবাজির জেরে বেলাল হত্যা ঘটনায় ৫ জন আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের খুলশী ঝাউতলা এলাকায় অটোরিক্সায় চাঁদাবাজির জেরে নিহত বেলাল হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ঝাউতলা রেল স্টেশন এলাকায় দুই পক্ষের মারামারির এক পর্যায়ে ওই চালক খুন হন।

নিহত মোহাম্মদ বেলাল (৪০) ওরফে লম্বু বেলাল পেশায় অটোরিকশা চালক। ওই এলাকাতেই তিনি থাকতেন।

স্থানীয়রা জানান, বেলাল পেশায় গাড়িচালক। রাজনৈতিক কর্মসূচিতেও লোকজন নিয়ে অংশ নিতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে নগরীর টাইগারপাস-ঝাউতলা রুটে চলাচল করে গ্রাম সিএনজি বা অটোরিকশা। মূলত, এই অবৈধ সিএনজির নিয়ন্ত্রণ নিয়েই দ্বন্দ্বে জড়ায় বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের কর্মীরা।

এক পর্যায়ে আরেক সিন্ডিকেট জুয়েল গ্রুপ যোগ দেয় বাবুলের সঙ্গে। পরবর্তীতে দুই গ্রুপ মিলে মিজান গ্রুপের অনুসারীদের মারধর করে। এক পর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করা হলে তিনি আহত হন।

খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, “পুরনো বিরোধের জেরে দুই পক্ষ নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়ায়। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বেলাল। ”

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় বেলালকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রুপ প্রধান বাবুলসহ ৫ জনকে আটক করা হয়েছে।

news24bd.tv/DHL