আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

অনলাইন ডেস্ক

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ রোববার। এবারের উৎসবের স্লোগান ছিল ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।  

২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসবটির সমাপনী দিন শেষ হবে সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।  

রেইনবো চলচ্চিত্র সংসদের উদোগে আয়োজিত এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট আন্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়েছে।

 

উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক বক্তিত্ব উৎসবে অংশ নিয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, আজ বিকাল ৪টা থেকে সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এতে সেরা সিনেমার নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।

এবার উৎসবে দর্শকের আগ্রহের বেশিরভাগই কেড়ে নিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম এলেন তিনি। এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব সামলেছেন তিনি।

news24bd.tv/TR