ভারতকে অতীতের মতো আগামীতেও পাশে চাইলেন সেতুমন্ত্রী

ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা- ফাইল ছবি।

ভারতকে অতীতের মতো আগামীতেও পাশে চাইলেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভারতকে অতীতের মতো আগামীতেও বাংলাদেশের পাশে চাইলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশা ব্যক্ত করেন কাদের।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ভারত বন্ধু হয়ে বাংলাদেশের পাশে ছিল।

যখন নির্বাচনের সময়ে অন্যান্য দেশ বাংলাদেশ নিয়ে নানা আলোচনা-সমালোচনা করেছে তখন ভারতই একমাত্র পাশে ছিল।

ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতের কথা বলা যায় না, তবে আমরা মনে করি নির্বাচনের আগে ভারত যেভাবে পাশে ছিল আগামীতেও একইভাবে তাদেরকে পাশে পাবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার গঠন করলেও আমরা নির্ভার নই। অনেক চ্যালেঞ্জ এখন সরকারের সামনে।

কর্মসংস্থান তৈরি,  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অর্থনীতিকে এগিয়ে নেয়া সরকারের চ্যালেঞ্জ।

সেতুমন্ত্রী আরও বলেন, সরকার অনেক কঠিন সময় পার করে আসছে, সামনের দিনগুলোতেও যেকোনো সমস্যা মোকাবিলা সরকার করতে পারবে।

কাদের বলেন, অপরাধ করলে আদালত যে কাউকে সাজা দেবে। বিএনপি নেতারা অপরাধ করেই জেলে আছে। তাদের কারণে দেশে রাজনৈতিক সংকট আছে বলে মনে করি না।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, ওবায়দুল কাদেরের সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি। দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। দুই দেশের ধারাবাহিক এই সম্পর্ক অব্যাহত থাকবে আগামীতে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক