ঠাকুরগাঁওয়ে ঘনকুয়াশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে - নিউজ টোয়েন্টিফোর

ঠাকুরগাঁওয়ে ঘনকুয়াশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘনকুয়াশার কারণে ঠাকুরগাঁওয়ে মুখোমুখি সংঘর্ষে একটি বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে যান দুটিতে থাকা পাঁচজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

আজ রোববার সকালে জেলার ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা সারোয়ার হোসেন।

আহতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫) একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) এবং নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, সকালে ঠাকুরগাঁও থেকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন আর অপরদিক পঞ্চগড় থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে যাচ্ছিলেন শিবু কোচেটি। পথে ঘনকুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় কচুবাড়ি এলাকায়।

এতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

news24bd.tv/SHS