পণ্যমূল্য নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় ?

পণ্যমূল্য নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় ?

নিজস্ব প্রতিবেদক

আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার কাঠামো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

রোববার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে অস্বস্তির বিষয় তুলে ধরে রিটটি দায়ের করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

শুনানিতে আইনজীবী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কৃষিপণ্য বাজারজাত করণের নিয়ম থাকলেও সেটির কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায় না। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য রাতারাতি লাফিয়ে লাফিয়ে বাড়লেও তা সে তুলনায় কমে না। যা সরকারের সংশ্লিষ্ট শাখার অবহেলা বলেও উল্লেখ করেন এই আইনজীবী।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক