অস্ট্রেলিয়ার মাঠে দীর্ঘ ২৭ বছর পর ঐতিহাসিক জয় ওয়েস্ট ইন্ডিজের

শেষের ইনিংসে একাই ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচের হিরোতে পরিণত হন শামার জোসেফ

অস্ট্রেলিয়ার মাঠে দীর্ঘ ২৭ বছর পর ঐতিহাসিক জয় ওয়েস্ট ইন্ডিজের

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার মাঠে অজিদের পরাস্ত করে দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটালো ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেনে উত্তেজনাপূর্ণ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানে জয় তুলে নিয়েছে  ওয়েস্ট ইন্ডিজ। এতে করে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১-এ ড্র হয়েছে।

এর আগে প্রথম ইনিংসে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ৩১১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রানে ডিক্লেয়ার দেয়।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে ১৯৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৭ রানে থামতে হয় অজিদের। কিন্তু শামার জোসেফের অদম্য বোলিংয়ে ৯১ রানে অপরাজিত থাকা স্মিথ পরিণত হন ট্র্যাজিক হিরোতে।

এক প্রান্ত আগলে রাখা স্মিথ আর ঠেকিয়ে রাখতে পারলেন না শামার জোসেফকে।  শেষ ব্যাটার হিসেবে যখন জশ হ্যাজেলউড আসেন তখনো জয় থেকে ২৫ রান দূরে তারা। এই জুটিতে আসে ১৬ রান আসার পর পথ হারান হ্যাজেলউড। জোসেফের নিজের স্টাম্প বাঁচিয়ে রাখতে পারেননি। ৭ উইকেট তুলে নিয়ে একা হাতেই ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়কে পরিণত হন শামার জোসেফ। সিরিজ ও ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ।

news24bd.tv/SC