হুথিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস যুক্তরাষ্ট্রের

প্রতীকী ছবি

হুথিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

ব্রিটিশ জাহাজে হামলার জবাবে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র  ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন বাহিনীর এই হামলা মূলত নিজেদের আত্মরক্ষার স্বার্থে করা হয়েছে।

হুথি সমর্থিত টেলিভিশন আল মাসিরাহ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র-ব্রিটেন আকাশপথে ইয়েমেনের হোদেইদা প্রদেশের তেল রপ্তানির প্রধান সমুদ্রবন্দর রাস ইসায় দুটি হামলা চালিয়েছে। তবে এখনো যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়া হয়নি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ইয়েমেনের এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামক একটি ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক অবস্থান করছিলেন। জাহাজটির সাহায্যের জন্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম দ্রুত সাড়া দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

news24bd.tv/SC