শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে নিজস্ব ভর্তি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেশন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, আজ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে আমাদের নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই উদ্যোগ সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। উপাচার্যের ব্যক্তিগত সহকারী ও ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন জানান, শাবিপ্রবি এখন থেকে গুচ্ছ পদ্ধতির আওতায় থাকবে না। আগামী ১২ ডিসেম্বর একাডেমিক...
গুচ্ছ থেকে বেরিয়ে এলো শাবিপ্রবি
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর স্পিকার-মাইক বাজানো নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকায় সন্ধ্যা ৬টার পর স্পিকার ও মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না। এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে টিএসসি এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণের দাবিতে এবং উচ্চ শব্দের কারণে রোকেয়া হল ও শামসুন নাহার হলের ছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা...
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ক্যাম্পাসের জোহা চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি আবাসিক হলসমূহ ঘুরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জোহা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে পোষ্য কোটা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তারা বলেন, পোষ্য কোটার ফলে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। জুলাই বিপ্লব হয়েছে কোটার বিরুদ্ধে। যার মাধ্যমে একটা সরকারের পতন ঘটে। বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকবে না। এর জন্য যদি আবারও রাস্তায় নামতে হয় তাহলে শিক্ষার্থীরা প্রস্তুত। এখনও যদি প্রশাসন শিক্ষার্থীদের মেন্ডেটের বাহিরে যায় তাহলে তাদের চেয়ার থাকবে না। এছাড়া...
‘শনিবারও স্কুল খোলা’—তথ্যটি সঠিক নয়
নিজস্ব প্রতিবেদক
২০২৫ সালে শনিবারও স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছেসামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর ভুল বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মন্ত্রণালয় এবং মাউশি আজ শনিবার জানিয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া এই তথ্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে তারা জানান, কী ভিত্তিতে এবং কারা এই গুজব ছড়িয়েছে তা সম্পর্কে তারা কিছু জানেন না। শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান গণমাধ্যমকে বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা সবাইকে জানানো হবে। তিনি সবাইকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান। মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার বলেন, এখনও স্কুলের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারই রয়েছে এবং আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত