অবৈধ ক্লিনিক বন্ধে তালিকা ধরে অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন

অবৈধ ক্লিনিক বন্ধে তালিকা ধরে অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, অবৈধ ক্লিনিকের তালিকা হাতে এসেছে। তালিকা ধরে অভিযান চলবে।

রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম মিটিংয়ের বিষয়বস্তু, সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগদান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, রাতারাতি ক্লিনিক বন্ধ করা সম্ভব না হলেও, তালিকা ধরে আমরা অভিযান চালাবো।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, দেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষ আস্থা হারাচ্ছে। সেজন্য তারা ভারত এবং অন্যান্য দেশে চিকিৎসার জন্য যাচ্ছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের জেএন-১ ধরণ দ্রুত বিস্তার লাভ প্রসঙ্গে ডা: সামন্ত লাল সেন জানান, এই নতুন ধরণটি দ্রুত ছড়ালেও, এতে স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা কম। তাই প্রচলিত টিকাই প্রয়োগ করা হবে।

news24bd.tv/SC