বসুন্ধরা সিটিতে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’ চালু

বসুন্ধরা সিটিতে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’ চালু

রিফাত তাসনুভা

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-তে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মোবাইল ফোন ও মোবাইল সরঞ্জামাদি নিয়ে ‘মোবাইল সিটি’। এছাড়া লেভেল ৮-এর ব্লক এ-তে অত্যাধুনিক ফ্যাশন হাউসগুলো নিয়ে নতুন আঙ্গিকে চালু হয়েছে ‘অ্যাপারেল কর্নার’।

রোববার বিকেল ৩টা থেকে এ দুই কর্নারের যাত্রা শুরু হয়।

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ ১৮১টি শপে আইফোন, স্যামসাং, অপপো, ভিভোর মতো নামি-দামি, সব ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন ও এর সরঞ্জামাদি নিয়ে যাত্রা শুরু করল মোবাইল সিটি।

একই ছাদের নিচে চোখ ধাঁধাঁনো আলোকসজ্জায় সাজানো-গোছানো পরিবেশ পেয়ে খুশি বিক্রেতারা।

এছাড়া লেভেল-৮ এর ব্লক এ তে অ্যাপারেল কর্নারে পাওয়া যাবে- ফ্রিল্যান্ড, ক্লাবহাউজ, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেন্স ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, সপ্লাশ ব্র্যান্ড।

দুপুরে বসুন্ধরা সিটি ডেভলপমেন্ট লিমিটেড ইনচার্জ মেজর মো মোহসিনুল করিম বলেন, বসুন্ধরা সিটি ১০০ বছরের প্লান নিয়ে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সফলতার সাথে কেটেছে ২০ বছর।

সামনের দিনে বসুন্ধরা সিটি শপিং মলকে নাম্বার ওয়ানে রাখার জন্য ঢেলে সাজানো হচ্ছে।

এ সময় বেশ কিছু ভবিষ্যত পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন: মেসেঞ্জারে তাক লাগানো নতুন ফিচার

news24bd.tv/তৌহিদ