দক্ষিণি জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর অভিনীত ড্রাগন নিয়ে এলো সুখবর। আগামী বছরের ২৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। মঙ্গলবার পরিচালক প্রশান্ত নীল এ ঘোষণা দেন। স্যাকনিল্ক ডট কম-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নির্মাতারা জুনিয়র এনটিআরের ৪২তম জন্মদিনে (২০ মে) সিনেমার প্রথম লুক প্রকাশ করবেন। সিনেমাটির শুটিং সম্প্রতি শুরু হয়েছে। আরআরআর তারকা গত ২২ এপ্রিল থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন। আসন্ন ওয়ার ২-এর পর এটি অভিনেতার পরবর্তী সিনেমা হতে চলেছে। প্রশান্ত নীল পরিচালিত নতুন এ মেগা প্রজেক্টে জুনিয়র এনটিআর-এর বিপরীতে থাকছেন রুকমিনী বসন্ত। তবে শ্রুতি হাসানের ক্যামিও গানটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উপস্থাপিত হবে, যা জুনিয়র এনটিআর-এর চরিত্রকে শক্তিশালীভাবে তুলে ধরবে। নতুন এই মেগা প্রজেক্টটি ইতোমধ্যেই চলচ্চিত্র মহলে আলোচনার...
‘ড্রাগন’ নিয়ে এলো সুখবর
অনলাইন ডেস্ক

অবসরে ঘরের কোন কোন কাজ করেন শাহরুখ, জানালেন নিজেই
অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতার রিল লাইফ সকলেরই জানা। তবে রিয়েল লাইফে শাহরুখ খান কেমন তা হয়তো অনেক ভক্ত অনুরাগীদের জানার আগ্রহ তুঙ্গে। শ্যুটিং থেকে প্রযোজনা সবটা নিয়ে বিস্তর চাপে থাকেন নায়ক। অবসর মেলে খুব অল্পই। তবে যখন কাজের ফাঁকে ছুটি পান, তখন বাদাশা বাড়িতে কী করেন জানেন? নায়ক দাবি করেন, বউ গৌরীর কথা মতই তখন নাকি বাড়ির ছোট ছোট কাজ সামলে নেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়েব সামিট ২০২৫-এর অনুষ্ঠানে এই প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন কিং খান। এই অনুষ্ঠানে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। করণ জোহর তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। সেখানে করণই তাকে জিজ্ঞাসা করেন যে, শাহরুখ খান যখন সম্পূর্ণ অবসরে থাকেন, যখন ক্যামেরা তাকে অনুসরণ করে না তখন তিনি কী করেন? শাহরুখ খান প্রশ্নের উত্তরে বলেন, তুমি তো এটা জানো, দীপিকাও এটা জানে অবশ্য। আমার...
রাতের আধারে বদলে যান সালমান খান: মিকা সিং
অনলাইন ডেস্ক

বলিউড মেগাস্টার সালমান খানের মন মর্জির কথা ফাঁস করলেন জনপ্রিয় গায়ক মিকা সিং। এক সাক্ষাৎকারে মিকা জানান, দিন ও রাতের সালমান ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, প্রায়ই মুড সুইং হয় বলিউড ভাইজান খ্যাত সালমানের। তাই অনেক সময় রাতের খাবারের পর মদ্যপান করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকা বলেন, সালমানের সঙ্গে নৈশভোজ করার সুযোগ হয়েছিল। তিনি আমার সঙ্গে রাতের খাবার খান। সেইসঙ্গে একটু মদও পান করেন। মিকা আরও বলেন, এরপরই কম কথা বলা মানুষটা নিজের ফরমাল খোলসটা থেকে বের হতে শুরু করেন। শিশুদের মতো সালমান আমার সঙ্গে মিশতে শুরু করেন। যেন আমি আর সালমান দুজনেই সমান। তবে আমি মনে করি, কারো মদ্যপ অবস্থায় কখনই ভুলে যাওয়া উচিত নয়, মেগাস্টার সালমানের সঙ্গে বসে সময় কাটাচ্ছেন তিনি। এরপরই এ গায়ক গোপন কথা ফাঁস করে বলেন, গান খুব পছন্দ করেন সালমান।...
মাত্র ৭ দিনেই ১০০ কোটির ক্লাবে ছবিটি!
অনলাইন ডেস্ক

একের পর ঝড় তুলছে মালায়ালাম কিংবদন্তি অভিনেতা মোহনলালের থুদারুম সিনেমা। মাত্র ৭ দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই সিনেমা। যা এখন পর্যন্ত দ্রুততম মালায়ালাম চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি। ফ্যামিলি ড্রামা এবং অপরাধ ঘরানার সংমিশ্রণে তৈরি এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকমহলে তুমুল প্রশংসা পাচ্ছে। আর সেই প্রশংসাই যেন ব্যবসায়িক সাফল্যে রূপ নিচ্ছে। তরুণ মূর্তি পরিচালিত সিনেমাটি গত শুক্রবার (২৫ এপ্রিল) মুক্তি পায়। যদিও মুক্তির আগে তেমন ভালো গুঞ্জন ছিল না সিনেমাটি ঘিরে। তবে মুক্তির ৫ দিনে এটি বিশ্বব্যাপী প্রায় ৯৫ কোটি রুপি আয় করেছে। আর বর্তমানে ১০০ কোটি ছাড়িয়েছে এই সিনেমা। স্যাকনিল্কের খবর অনুযায়ী, এই ছবিটি মুক্তির পর থেকেই তোলপাড় করছে, যদিও মুক্তির আগে তেমন ভালো গুঞ্জন ছিল না। এখন পর্যন্ত ৫ দিনে এটি...