দেবর-ভাবির দ্বন্দ্বে আবারও ভাঙলো জাতীয় পার্টি

জিএম কাদের ও রওশন এরশাদ

দেবর-ভাবির দ্বন্দ্বে আবারও ভাঙলো জাতীয় পার্টি

অনলাইন ডেস্ক

ক্ষমতা আর স্বার্থের সংঘাত যেন পিছু ছাড়ছে না জাতীয় পার্টির। আবারও ভাঙলো দলটি। নতুন করে আবারও প্রকাশ পেলো দেবর-ভাবির দ্বন্দ্ব। একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে শেষ সময়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করলেন।

তবে এই ঘোষণাকে অগঠনতান্ত্রিক বলছে দলটির অন্য অংশ।

দলের ভেতর চাপা রোষানলে নীরবতা ভাঙতে রোববার (২৮ জানুয়ারি) গুলশানে মতবিনিময় সভার আয়োজন করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। নিজ অনুসারীদের নিয়ে আয়োজিত সভায় দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতির ঘোষণা দেন তিনি।  

আরও পড়ুন...জি এম কাদের-চুন্নুকে ‘অব্যাহতি’ দি‌য়ে জাপার দা‌য়িত্ব নি‌লেন রওশন

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা।

জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হিসেবে আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। ’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, দ্রুতই তাদের সপদে বহাল করা হবে। পার্টির জাতীয় সম্মেলন আহ্বান করা হবে। ’ শিগগিরই নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।

রওশন এরশাদের বৈঠকের প্রতিক্রিয়ায় অনেকটাই ফুরফুরে মেজাজে মুজিবুল হক চুন্নু। বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, দলীয় সিদ্ধান্তে হস্তক্ষেপের এখতিয়ার নেই প্রধান পৃষ্ঠপোষকের মতো অলংকারিক পদধারীর। এমন ঘোষণাকে তারা আমলে নিচ্ছেন না বলেও জানান তিনি।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এখনো দলের চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু। একজন দূর থেকে হুমকি দিলে সেটা নলেজে নেওয়ার কিছু নেই। যারা মিটিং করেছেন, আমাদের অব্যাহতির ঘোষণা দিয়েছেন; তারা জাতীয় পার্টিরই কেউ নন।

জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। এরশাদ জীবিত থাকার সময় থেকে দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। এরশাদ পার্টির চেয়ারম্যান করে যান জিএম কাদেরকে। এতে আরও রুষ্ট হন রওশন।  

সংসদে জিএম কাদের বিরোধীদলীয় নেতা ও আনিসুল ইসলাম উপনেতা  

এদিকে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদল কারা হবে এ নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিল তার অবসান ঘটেছে। জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে দলটির নবনির্বাচিত এমপি আনিসুল ইসলাম মাহমুদকে।

আরও পড়ুন... সংসদে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন

রোববার (২৮ জানুয়ারি) সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাজনীতি ছাড়ার ঘোষণা রাঙ্গার

এদিকে ‘জাতীয় পার্টিতে গণতন্ত্র নেই’ অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব দল থেকে বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা। মসিউর রহমান রাঙ্গা এক প্রতিক্রিয়ায় বলেন, যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে। জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই। তাই আগামীতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন... রাজনীতি ছাড়ার ঘোষণা রাঙ্গার
 
দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাচড়া আসন থেকে মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেখানে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে তিনি পরাজিত হন। এর পরে থেকে রাঙ্গাকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি। নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিলেন।  

news24bd.tv/আইএএম