ঝিনাইদহে গাড়ি চালকদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

ঝিনাইদহে পেশাজীবী গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহে গাড়ি চালকদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮ জানুয়ারি) সকালে জেলা স্কাউটস ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসের আয়োজনে দিনভর এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক পেশাজীবী গাড়ীচালক অংশ নেন। এ সময় চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক প্রকৌশলী এসএম সবুজ, প্রকৌশলী তারেক হাসান ও ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোর্শেদ প্রমুখ।

বক্তারা চালকদের দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, গাড়ি চালকদের রাস্তায় ঘুম চোখে গাড়ি চালানো থেকে বিরত ও অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করা থেকে বিরত থাকতে হবে। একটানা গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে।

বক্তারা আরো বলেন, গাড়ি চালানোর সময় কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার যাবে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সকল চালকদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

news24bd.tv/ab