কংগ্রেস জোট ত্যাগ, বিজেপিতে যোগ দিয়ে শপথ বিহারের মুখ্যমন্ত্রীর

টানা নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

কংগ্রেস জোট ত্যাগ, বিজেপিতে যোগ দিয়ে শপথ বিহারের মুখ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতে উত্তেজনার পারদ এখন শীর্ষে। রোববার (২৮ জানুয়ারি) সকালে পদত্যাগ করেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একইদিনে বিকেলের দিকে ক্ষমতাসীন বিজেপির সমর্থন নিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি।

এরই মধ্যে ভোটে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সাথে ইন্ডিয়া জোটের টানাপোড়েন চরমে।

তার উপর এ ঘটনায় বিরোধীদের ইন্ডিয়া জোট একরকম ধাক্কা খেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

যদিও নীতীশকে আটকানোর জন্য চেষ্টা চালিয়েছিল কংগ্রেস নেতৃত্ব কিন্তু তিনি ফিরেছেন বিজেপির ঘরেই। বারবার দল পাল্টানোর জন্য নীতীশ কুমার 'পল্টু কুমার' নামেও পরিচিত রাজনৈতিক মহলে। যদিও এবার তিনি ঘোষণাও দিয়েছে যে আর কোনো দল বদল করবেন না।

 

উল্লেখ্য, নীতীশ কুমার এর আগেও বিজেপির সঙ্গে আবার কখনো একা লড়েছেন নীতীশ কুমার। যদিও বিজেপির সাথে হাত না মেলানোর ঘোষণাও দিয়েছিলেন তিনি।

এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে নীতীশ জানান, ‘আজ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি। আমরা যে নতুন মহাজোট তৈরি করেছি সেটি ভালো অবস্থায় নেই। পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। ’ এ ঘোষণার পরপরই বিজেপির সঙ্গে হাত মেলান তিনি।  

news24bd.tv/SC