বাত ব্যথার রোগীরা যা খাবেন, যা খাবেন না 

প্রতীকী ছবি

বাত ব্যথার রোগীরা যা খাবেন, যা খাবেন না 

পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না

যাঁরা বাতজাতীয় রোগে ভুগছেন, তাঁদের উচিত জীবনযাত্রায় পরিবর্তন আনা ও ওজন নিয়ন্ত্রণে রাখা। এর পাশাপাশি নিয়মিত পুষ্টিসম্পন্ন সুষম খাবার গ্রহণ করাও সহায়ক।  

যা খাবেন

ওমেগা-৩ ফ্যাটি এসিড : তৈলাক্ত মাছ বা সামুদ্রিক মাছ যেমন—টুনা, স্যামন, ম্যাকরেল, হেরিং, ফ্ল্যাক্সসিড, ক্যানোলা তেল, ওয়ালনাট, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ওমেগা-৩ ফর্টিফাইড ফুড (ডিম, মার্জারিন)।

ফল : বেরিস (স্ট্রবেরি, রাস্পবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি) সাইট্রাস ফ্রুটস (কমলা, মাল্টা, আনারস), বেদানা, জলপাই, আঙুর, অ্যাভোকাডো, তরমুজ ইত্যাদি।

সবজি : গাঢ় সবুজ শাক, ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, মিষ্টি আলু, গাজর, লাল মরিচ, লেটুস, বেসিল লিফ ইত্যাদি।

দুগ্ধজাতীয় পণ্য : লো ফ্যাট দুধ, দই, পনির।

বিনস : রেড বিনস, কিডনি বিনস, পিন্টো বিনস

এ ছাড়া রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করতে পূর্ণশস্য, গ্রিন টি, রসুন, আদা, হলুদ, ধনে, বাদাম, পুদিনাপাতা খেতে পারেন।  

বর্জনীয় খাবার
ওমেগা-৬ ফ্যাটি এসিড :
কর্ন তেল, সানফ্লাওয়ার তেল, সয়া, চিনাবাদাম, মেয়নেজ, সালাদ ড্রেসিং অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না।

রিফাইন্ড কার্বস : সাদা আটার রুটি, পাস্তা।

সবজি : টমেটো, বেগুন, আলু।

এ ছাড়া রেডমিট, চিনি, কাঁচা লবণ, সম্পৃক্ত ফ্যাট, পূর্ণ ননিযুক্ত দুগ্ধজাতীয় পণ্য, ট্রান্স ফ্যাট, প্রসেসড ফুড, মনোসোডিয়াম গ্লুুটামেট, অ্যালকোহল জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে।

লেখক : পুষ্টিবিদ, ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, বাড্ডা শাখা।

news24bd.tv/health

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর